শ্যামনগর প্রতিনিধিঃ বৃহস্পতিবার দিনব্যাপী শ্যামনগর উপজেলায় কাপেং ফাউন্ডেশন ও সামসের আয়োজনে মুন্সিগঞ্জ কার্যালয়ের প্রশিক্ষণ সেন্টারে “ মুন্ডা জাতির বর্তমান অবস্থা ” শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার সভাপতি মিঃ গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে ও সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণ পদ মুন্ডার পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ^রীপুর মিশন প্রধান ফাদার লুইজি, সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন, কারিতাস , খুলনা অঞ্চল শ্যামনগরের কর্মকর্তা সুমন কুমার মালাকার ।
মুন্ডা সম্প্রদায়ের বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য রাখেন তালা উপজেলার প্রতিনিধি বিশ^জীত মুন্ডা, শ্যামনগর উপজেলার প্রতিনিধি বাহামনি মুন্ডা কয়রা উপজেলার প্রতিনিধি বলাই কৃষ্ণ মুন্ডা । বক্তব্য রাখেন রাম প্রসাদ মুন্ডা , হরিদাশ হালদার প্রমুখ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।