শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট (শীলতলা) গ্রামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃত কিশোরীর নাম সুপ্রিয়া গাতিদার (১৫)। সে ধুম ঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর নবম শ্রেণীর ছাত্রী ও স্থানীয় প্রভাষ গাতিদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা তাকে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।