এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলা সদরে নকিপুর গ্রামে রাতের আধারে রেকর্ডিং সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুজা মাহমুদ বাদী হয়ে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে জানাযায়, নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তি আমার নিজ নামীয় হাল সেটেলমেন্ট প্রাপ্ত স্বত্ববান বিলান ও সম্পত্তি হইতেছে।তপশীল বর্ণিত সম্পত্তি শ্যামনগর-মৌজা জে , এল , নং -৯২ এস.এ. খতিয়ান -৫৫৩ , ১/১ এস , এ , দাগ নং- 90 , ডি.পি দাগ -৭৯০ , ১০৯১ ল দাগ -২২৪৯ জমির পরিমান ১.০৪ একর।
বিবাদী ভূমির নেতা পরিচয়দানকারী মোকসেদ সহ তাহার ক্যাডার বাহিনীগণ সম্পূর্ণ বেআইনী ও লোভের বশবর্তী হইয়া ২৯ জানুয়ারি শনিবার রাত ৩ টার সময় বর্ণিত সম্পত্তি জবর দখলের প্রচেষ্টা করিলে আমি বিষয়টি ৯৯৯ এ অভিযোগ করিলে শ্যামনগর থানার স্মরণাপন্ন হইতে বলে । সে অনুযায়ী আমি শ্যামনগর থানার স্মরণাপন্ন হই এবং শ্যামনগর থানার দায়িত্বরত এস,আই মোঃ আশরাফ ও এ,এস,আই মেহেদী সরেজমিনে উপস্থিত হইয়া বিবাদীগণের বি-আইনী জবর দখল কার্যক্রম রোধ করে । অতঃপর থানা প্রশাসন ঘটনাস্থল হইতে চলিয়া আসার পর পরই উপরোক্ত বিবাদীর নেতৃত্বে ভাড়াটিয়া বহুলোকজন সংঘবদ্ধ হইয়া বর্ণিত সম্পত্তিতে অনধিকার প্রবেশ পূর্বক জবর দখল করত কার্যক্রম অব্যাহত রাখিয়াছে । এক্ষুনে বিবাদীগণের ঐরুপ জবর দখল মূলক কার্যক্রমে বাঁধা প্রদান করলেও তা মানছেনা এ ঘটনায় প্রতিকার চেয়ে উদ্ধতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।