এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা'র শ্যামনগর সড়ক দুর্ঘটনায় পৌরসভার দাতপুর গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে মোঃ শেখ রফিকুল ইসলাম (করিম) (৩৪) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছে।বৃহস্পতিবার ২৩ মে সকাল ৮টার দিকে শ্যামনগর হায়বাতপুর-টু- নওয়াবেঁকী রোডের হায়বাতপুর প্রাইমারী স্কুলের বিদ্যালয় সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আব্দুল করিম শ্যামনগর সদর মোটরসাইকেল চালক সমিতির সদস্য। প্রতিদিনের ন্যায় শ্যামনগর মোটরসাইকেল সমিতির স্ট্যান্ড থেকে
নওয়াবেঁকী উদ্দেশ্যে রওনা হয়। হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছলে নওয়াবেঁকী থেকে বালি ভর্তি অবৈধ ডাম্পার মোটরসাইক টি কে চাপা দেয়।স্থানীয় তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা হাসপাতাল নিয়ে আসলে কর্মরত ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে। স্বজনরা করিমকে অ্যাম্বুলেন্সে নিতে সে মারা যায়।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আরো জানান,এই মোড়ে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে।গত বছর একই স্থান এক মহিলা মারা যায়।
এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ অবৈধ ডাম্পার গাড়ি আটক করলেও চালককে আটক করতে পারিনি।
মৃত্যুকালে তিনি ১ শিশু কন্যা,চার ভাই তিন বোন মা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।এঘটনা শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থল থেকে বালি ভর্তি ডাম্পার গাড়ি ও মালিক আকরাম হোসেনকে থানায় আনা হয়েছে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে,লাশ মরগে প্রেরনের প্রস্তুতি চলছে।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে, তাৎক্ষণিক মৃত করিমের বাড়িতে জানান সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।তার অকাল মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।