এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা'র শ্যামনগরে সম মজুরি নিশ্চিত করুনের শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় শ্যামনগর অফিসার ক্লাবের হলরুমে লিডার্স এর বাস্তবায়নে,বিন্দু রানী উন্নয়ন সংগঠন এর সহযোগিতায়,অক্সফার্ম বাংলাদেশ এর অর্থায়নে মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার আলীম আল তাজী। আরো বক্তব্য রাখেন, ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাংবাদিক রনজিত বর্মন, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি সৈয়দ ইসতেয়ার আহমেদ, লিডারসের প্রোগ্রাম অফিসার দেবব্রত গাইন,নারী শ্রমিক দীপা রানী মন্ডল,জবা নারী সংগঠনের সভাপতি পারুল আক্তার,ও লীলা রানী মন্ডল প্রমূখ। উক্ত অনুষ্ঠানে চিংড়ী ঘের মালিক ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ৩টি জবা,পারুল, ও শাপলা নারী সংগঠনের নারী সদস্যগণ। বক্তাগণ নারী-পুরুষ শ্রমিকদের সম মজুরির দাবি সহ শ্রমিকদের ৮ ঘন্টার পরিবর্তে অতিরিক্ত কাজ করানো হচ্ছে। অথচ তাদের বাড়তি মজুরি দেওয়া হয় না। এ বৈষম্যের থেকে বেরিয়ে আসার জন্য সকল চিংড়িঘের মালিক সহ শিল্প প্রতিষ্ঠান গুলির মালিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।