এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা'র শ্যামনগরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রাইভেট সেক্টর এবং সিএসওদের ওদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে অফিসার্স ক্লাব হল রুমে সুশীলন রিকল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে অক্সফ্যাম এর সহযোগিতায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
রিকল-প্রকল্প সমন্বয়কারী এস এম জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,উপজেলা মৎস্য মেরিন অফিসার মোঃ তরিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন,সমবায় অধিদপ্তরের পরিদর্শক মোঃ আমির হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জনিরুল ইসলাম,নকশিকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি,উপজেলা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা আবু সাইদ,সাবেক যুগ্মসাধারণ সম্পাদক এম কামরুজ্জামান,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল-ইমরান সহ রিকল-প্রকল্পের মাঠ পর্যায়ে বিভিন্ন বেনেফিশিয়ারি ও সদস্যবৃন্দ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।