এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা'র শ্যামনগরে সরকারী রাস্তাকেটে নোনা পানি তোলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।২৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়ন ভেড়ার মোড নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, উপজেলার ভেড়ার মোড় এলকায় হাইকোটের নির্দেশে সুইচ গেটবন্ধ করার সময় সহকারী কমিশনার ভূমি'র নজরেপড়ে সরকারী রাস্তা কেটে নোনা পানি তোলা হচ্ছে। এসময় রাস্তা কর্তনকারী মৃত্য মাহতাব গাজীর ছেলে মাহফুজ গাজী কে আটক করা হয়। আটক কৃতর বাড়ী উপজেলার নূরনগর গ্রামে।
এ ব্যাপারে কৈখালীর ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, আটক কৃত ব্যক্তি মাফুজকে পূনারয় রাস্তা নির্মানের প্রতিশ্রুতিতে মুক্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমি কাউকে আটক করেনি। অপার এক প্রশ্নে মাফুজকে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দিয়েছেন বলে স্বিকার করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।