এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা'র শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের উদ্যোগ ও বাস্তবায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১ লা মার্চে সকাল ১১ টায় শ্যামনগর মডার্ণ স্কুল চত্ত্বরে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সাইটসেভার্স এর অর্থায়নে অনুষ্ঠিতব্য উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন।
শ্যামনগর উপজেলা প্রশাসন ও বারসিক এর সহযোগিতায় অনুষ্ঠিতব্য উক্ত চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অন্ধজনে দেহ আলো; সিডিও ইয়ুথ টিমের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। তারা উপকূলের মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে। চোখ দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আর এই উপজেলার দুস্থ, অসহায়, অবহেলিত মানুষের চোখের সেবা দেওয়ার জন্য সিডিও যে মহতী উদ্যোগ গ্রহন করেছে, এটি যেন প্রতি বছর আয়োজনের মধ্য দিয়ে ধারাবাহিকতা বজায় থাকে। অতঃপর শ্যামনগরের সকল জনগণের পক্ষ থেকে বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সহকারী কমিশনার (ভূমি) মো.শহীদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাহীনুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাকির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীর,সাধারণ সম্পাদক জাহিদ সুমন,শ্যামনগর মডার্ণ স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ সিদ্দিক, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিও'র সদস্য এবং শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।