শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা'র শ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইফস্টাইল,হেলথ এডুকেশন ও প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে বিষায়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রেনিং এন্ড ফিল্ড অফিসার স্বাস্থ্য শিক্ষা ব্যুরো মোঃ আসিফ মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো অধিদপ্তরে মোঃ আতিকুর রহমান, মিড়িয়া এন্ড প্রিন্ট অফিসার মোঃ জাকির হোসেন, নারায়ণগঞ্জ এর সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আনিসুল হক, সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার পুলক কুমার চক্রবর্তী, শ্যামনগরে হাসপাতালেরর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জোবায়ের হোসেন প্রমুখ। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সম্মানিত জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইমাম, পুরোহিত, স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মীরা।অনুষ্ঠান পরিচলনা করেন সাতক্ষীরার জুনিয়ার স্বাস্থ্য শিক্ষা অফিসার সিভিল সার্জন শাহিনারা খাতুন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।