মোঃ আল আমিন গাজী,শ্যামনগর মুন্সিগঞ্জ প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগরে সিসিডিবি'র উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে "বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ" প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০ বেসরকারি সংস্থা সিসিডিবির পিসিআরসিবি প্রকল্পের আয়োজনে মুন্সিগঞ্জ প্রকল্প অফিস মিলনায়তনে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২ নং ও ৮ নং ওয়ার্ডের বনবিবিতলা ও ভামিয়া গ্রামের ১৫ টি কৃষক পরিবারের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়। সিসিডিবি'র উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রুপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন এবং সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন সিসিডিবি'র সংস্থার এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অমিতাভ হালদার, একাউটেন্ট কাম এডমিন অফিসার পার্থ কুমার সাহা, মাঠ সংগঠক জগদীশ সরদার, থার্ম্যান আতিওয়ারা ও দিল আফরোজ প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বীজ সংরক্ষণ বিষয়ক বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন, এছাড়াও এসময় অত্র এলাকার কৃষকদের চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন কৃষি পরামর্শ প্রদান করা হয়। প্রশিক্ষণটির সঞ্চালনায় ছিলেন জগদীশ সরদার।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।