শ্যামনগর প্রতিনিধি ঃ শ্যামনগরের কাশিমাড়ীর শংকরকাটি গ্রামে ৬টি রেইন ওয়াটার হারবেস্টিং ট্যাংক স্থাপনের উদ্বোধন করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রোটারী ক্লাব অব ঢাকা, রোটারী ক্লাব অব কাওরান বাজার-ঢাকা ও রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা এর অর্থায়নে ও আয়োজনে অসহায় ও দরিদ্র ৬টি পরিবারের পৃথক ভাবে হারবেস্টিং ট্যাংক স্থাপন করে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ঢাকার প্রেসিডেন্ট আবু নাওয়াজ ভুঁইয়া, ভাইস প্রেসিডেন্ট শেখ নাহার মাহমুদ, পিপি রোটা: খালিকুজ্জামান, পিপি রোটা: রফিকুল ইসলাম রাওলী, পিপি রোটা: নিয়াজ আব্দুর রহমান, রোটা: মামুন আকবার, রোটা: আতিকুল ইসলাম, রোটা: গুলরু হাসান, রোটা: ইয়াসমিন আক্তার, রোটারী ক্লাব অব কাওরান বাজার রোটা: লিংকন, রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা পিপি রোটা: আসাদুর জামান আসাদ ও বিশিষ্ট সমাজ সেবক মফিজুল ইসলাম। প্রতিটি ট্যাংক স্থাপনে যাবতীয় সরঞ্জামাদি প্রদান করায় ১ হাজার লিটার বিশুদ্ধ পানি সংগ্রহ করে রাখা যাবে। ফলে পানি বাহিত রোগ থেকে পরিত্রান ও সুপেয় বিশুদ্ধ পানি পান করার সুযোগ সৃষ্টি হওয়ায় ভুক্ত ভোগীরা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।