শ্যামনগর ব্যুরো: শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ৩টায় শ্যামনগর উপকূলীয় চক্ষু হাসপাতালে গ্রাম্য স্বাস্থ্য বন্ধুদের সম্মানে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে হাসপাতালের সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা, হাসপাতাল পরিচালনায় করণীয় বিষয়সহ বিভিন্ন পরামর্শমূলক আলোচনা হয়।
অনুষ্ঠানে উপকূলীয় চক্ষু হাসপাতালের সিইও গাজী আল ইমরান-এর সঞ্চালনায় এবং সদর ইউনিয়ন গ্রাম্য ডাক্তার সমিতির সভাপতি ও সাংবাদিক আবু কওছার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুতফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে লুতফর রহমান বলেন, উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষের জন্য মানসম্মত চক্ষু সেবা নিশ্চিত করতে গ্রাম্য স্বাস্থ্য বন্ধুদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকূলীয় চক্ষু হাসপাতাল এই অঞ্চলে মানবিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি হাসপাতালের উন্নয়ন ও কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে আবু কওছার বলেন, গ্রাম্য স্বাস্থ্য বন্ধু ও চক্ষু হাসপাতালের সমন্বিত উদ্যোগ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখছে। এই ধরনের সেমিনার পারস্পরিক সম্পর্ক ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাসপাতালের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, গ্রাম্য ডাক্তার ফারুক হোসেন,সামসুর রহমান সহ অনেকে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।