শ্যামনগর প্রতিনিধিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা অপরাজিতা নারী উন্নয়ন সংস্থা এর উদ্যোগে শ্যামনগর, নুরনগর ও রমজান নগর ইউনিয়নের প্রতিবন্ধী উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর ) বেলা ১১টায় লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে ডি আর আর এ এর সহযোগিতায় অপারাজিতা নারী উন্নয়ন সংস্থা এর বাস্তবায়নে শ্যামনগর উপজেলার পরিসংখ্যান অফিস কার্যালয়ে পনের (১৫)জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে বড় অক্ষরের বই, স্কুল ব্যাগ,জ্যামিতি বষ্ক এবং ক্ল্যালকুলেটর বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে উপকরণ প্রদান করেন পরিসংখ্যান কর্মকর্তা আমজাদ হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য কেন্দ্রের টিএসএস বিউটি রানী মন্ডল ও মাইমুনা তুস সাদিয়া এছাড়া উপস্থিত ছিলেন
প্রকল্প সমন্বয়কারী জনাব অষ্টমী মালো এর সঞ্চালনায় প্রকল্প সুপারভাইজার জনাব নাজমুল হাসান, এস এন টি জনাব রুবিনা খাতুন ও প্রতিবন্ধী শিশু ও তার অভিভাবক গন ওআরো অনেকে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।