আব্দুল আহাদ,নিজস্ব প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ আগষ্ট) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাকক্ষে অত্র প্রেসক্লাবের সভাপতি ছামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ এ সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং সরকার প্রদত্ত আর্থিক সহায়তা ও ২টি বৈদ্যুতিক পাখা প্রাপ্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের উপর বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। প্রেস ক্লাবের ভৌত অবকাঠামো সংস্কার, কার্যনির্বাহী সদস্য শুন্যপদে আলহাজ্ব আবু কাওছার নির্বাচিত, এছাড়াও প্রেস ক্লাবের সহযোগি সদস্যদের নতুন সদস্য গ্রহন এবং নতুন সহযোগি সদস্যদের আবেদন বাছাই কমিটি গঠন,সাংগঠনিক, আয়-ব্যয় সহ বিভিন্ন বিষয় আলোচ্য সূচীতে স্থান পায়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।