শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর দূর্গাবাটিতে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙ্গে পানিবন্দি হয়ে পড়া মানুষের মাঝে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সুপেয় পানি বিতরণ।
১৯ জুলাই বিকাল ৩ টায় পোড়াকাটলা সাইক্লোন সেল্টার সামনে পানি বিতরণ করে সংগঠন টির পক্ষ থেকে। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খাঁন বাবু উপস্থিত থেকে পানি বিতরণ করে। শ্যামনগরের সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান মারুফ এর সার্বিক সহযোগিতা উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা কাজী নজরুল ইসলাম বাবু, শেখ নিয়াজ মাহমুদ বিমান, মোঃ সোহাগ হোসেন সহ শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খাঁন বাবু বলেন, সুন্দরবন উপকূলীয় শ্যামনগরের বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙ্গে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা কালীন সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা বাহা উদ্দিন নাসিম এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি সফল ছাত্র নেতা, মেজবাউল হোসেন সাচ্চু, সাবেক ছাত্রনেতা সফল সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভাইয়ের নির্দেশনা অনুযায়ী আপনাদের পাশে এসেছি, এখানে আসার পর বুঝতে পারলাম যে আপনারা কত কষ্টে আছেন। আজ থেকে আপনাদের মাঝে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী সুপ্রিয় পানির ব্যবস্থা চলমান থাকবে। আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন দোয়া ও আশির্বাদ করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি যিনি কিছুদিন আগে পরলোকগমন করেছেন বাবু নির্মল রঞ্জন দাদার জন্য।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।