শ্যামনগর প্রতিনিধিঃ আজ ১৬ জুলাই শুক্রবার দুপুর ১২ টার সময় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পরিদর্শন করেন সাতক্ষীরা জেলার নবাগত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ: হুমায়ুন কবীর। তিনি শ্যামনগরের কোল ঘেষা সুন্দরবনের মনোরম দৃশ্য সম্বলিত আকাশ লীনা ইকো ট্যুরিজম পরিদর্শন করেন। পরবর্তীতে বিকাল ৩ টায় তিনি শ্যামনগর গৌরিপুরে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গৃহহীনদের মাঝে প্রদানকৃত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং ঘর পাওয়া ব্যক্তিদের খোজ খবর নিয়েছেন । গৃহহীনদের মাঝে প্রদানকৃত আশ্রয়ন প্রকল্পে ঘর নির্মান ও সুষ্টভাবে প্রদানের জন্য তিনি দ্বায়িত্বরত সকলকে ধন্যবাদ জানান । পরিদর্শন পরিবর্তী সময়ে মহামারী করোনাভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসক বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কার্যালয়ে শ্যামনগরের ৪২ টি ক্লিনিকের মাঝে পালস অক্সিমিটার বিতরণ করেন। পালস অক্সিমিটার বিতরন সভায় শ্যামনগর উপজেলা নির্বাহি অফিসার জনাব আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা: মো: হুসাইন সাফায়াত, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, মোঃ সাইদ -উজ- জামান সাঈদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,উপজেলা স্বাস্ব্য কম্প্লেক্সের ডাক্তার বৃন্দ, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি বৃন্দ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।