মনিরুজ্জামান জুলেট,শ্যামনগর সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগর থানার আওতায় আইন শৃঙ্খলা ভালো রাখতে শ্যামনগর উপজেলার জুড়ে মানুষের পাশে ছিলেন শ্যামনগর থানার ওসি মোঃ খালেদুর রহমান । তিনি সততা, মেধা, বিচক্ষনতা, কর্মদক্ষতা ও মানবিকতার মাধ্যমে শান্তিময়ী মানুষের মন জয় ও পুলিশ বিভাগের ভাবমুর্তি উজ্জ্বল করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জানা যায়, শ্যামনগর থানায় সাধারন মানুষকে সেবা ও নিরাপত্তা নিশ্চিত করেন। মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সহ বিভিন্ন জনকল্যাণমুখী কাজের মাধ্যমে বেশ প্রশংসা অর্জন করেছেন। সাধারন মানুষ যেন কোন হয়রানির শিকার হতে না হয় তার জন্য তিনি ভুক্তভুগিদের কথা শুনে দ্রুত সমস্যার সমাধান দিয়ে থাকেন। শ্যামনগর থানায় যোগদানের পর শান্তিকামী মানুষের মধ্যে শ্রদ্ধা ও আস্থা ফিরে এলো। তার এই সততা, অক্লান্ত পরিশ্রমের ফলে মাদক নিয়ন্ত্রন ও আইনশৃঙ্খলার ব্যপক উন্নতি হয়েছে। তাই মানুষের মুখে শোনা যায় তার প্রশংসার কথা।
ভুক্ত ভুগীরা জানান, প্রতিটি মহল্লা এবং বস্তি আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রন, জিডি ও মামলা করতে কোন অর্থ লাগে না। তিনি যেন একজন মানবতার ফেরিওয়ালা। তিনি শ্যামনগর থানায় যোগদান করে গত ০৬-১২-২৫ইং তারিখে । তাঁর যোগদানের পর মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা তার নেতৃত্বে গ্রেফতার হয়েছে বলে যানা যায়। তার আতঙ্কে এলাকায় অপরাধীরা ও সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে জানান অনেকেই।
ওসি মোঃ খালেদুর রহমান বলেন, আমরা বাংলাদেশ পুলিশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের সোনার বাংলাদেশ মাদক, দুর্ণিতি ও সন্ত্রাসমুক্ত হবে, এবং এদেশ গড়ে উঠবে। তিনি আরও বলেন,২০২৬ এ নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন ।
নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও শ্যামনগর উপজেলা শিক্ষা সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু বলেন ওসি খালেদুজ্জামানের সমাজের প্রতিটি শ্রেনী পেশার মানুষের সাথে তার গড়ে উঠেছিল হৃদ্যতাপূর্ণ চমকপ্রদ সম্পর্ক। মানুষ কে সেবা দিয়ে ভালবাসা দিয়ে আপন করে নেওয়ার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। সকলের জন্য তার দরজা উম্মুক্ত। তিনি ছিলেন ডামুড্যার। ডামুড্যা ছিল তার। ডামুড্যার মাটি ও মানুষের কল্যাণে অহর্নিশি কাজ করে দিনে দিনে তিনি হয়ে উঠেছেন সর্বজনবিদীত বহুল প্রশংশিত অফিসার ইনচার্জ।
তাই শ্যামনগর থানা বাসীর পক্ষ থেকে হাজারও সালাম জানান এই সৎ অফিসার মোঃ খালেদুর রহমান কে।
উল্লেখ্য, সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন ওসি মোঃ খালেদুর রহমান কে আগামীর পথ চলার শুভ কামনা জানিয়েছেন জনপ্রতিনিধিসহ সাধারন মানুষ।
ওসি খালেদুর রহমান ২০০৫ সালে এসআই ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তাঁর সুদীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি যশোরের স্টেডিয়ামপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন একজন সেনা কর্মকর্তা।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।