আমজাদ হোসেন মিঠু,শ্যামনগরঃ "বিদেশ পাঠানোর নামে মানব পাচার বন্ধ করতে হবে, সচেতন হই, সচেতন করি, কাউকে বাদ না রাখি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে' শ্যামনগরে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস ২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আয়োজনে রোববার ২৯ জুলাই সকাল ১০ টায় শ্যামনগর প্রাণিসম্পদ মোড় ওকাপ কার্যালয়ের সামনে থেকে রেলি টি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ফিল্ড অফিসার মোস্তফা সাগর, হিল্ড অর্গানাইজার মেহেদী হাসান, ক্লাইমেট এডভোকেট আবু রায়হান, নিশাত মাহজাবিন, সালাউদ্দিন, আহসান, জহুরুল, রোকনুজ্জামান মুন্না, বাপ্পি প্রমুখ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।