এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা'র শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের ২২ সনের বার্ষিক অন্তঃ কক্ষ ক্রীয়া খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২২ মার্চ সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসের মধ্যে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের আয়োজনে টেবিল টেনিস একক,টেবিল টেনিস দ্বৈত, কেরাম একক,কেরাম দ্বৈত,দাবা ও লুডু খেলার উদ্বোধন ও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষক ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে লেখাপড়ার পাশাপাশি শরীর স্বাস্থ্য ও ভালো রাখার জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা দরকার। একজন ভালো ছাত্র লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও খেলাধুলাতে পারদর্শী হতে হবে। ছাত্র-ছাত্রী উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে বাংলাদেশ ক্রিকেট দলের মাশরাফি ও কাটার মোস্তাফিজুর রহমানের মতো হতে হবে।জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের দেশ ও জাতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।এসময় আরো উপস্থিত ছিলেন, কলেজের একাডেমিক ও শিক্ষক পরিষদের সম্পাদক কিশোরী মোহন মন্ডল, ড. প্রতাপ কুমার রায় সহ কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীগণ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।