মোমিনুর রহমান ঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার তিনটা ইউনিয়নের ১৫০০ পরিবার মাঝে শীতকালীন সবজি বিজ বিতরন করেন একশান এইড বাংলাদেশ । যে সকল বিজ দেন লাউ১৫ গ্রাম, মিষ্টি কুমড়া ১৫ গ্রাম, বেগুন ৮ গ্রাম, মুলা২০০ গ্রাম, লাল শাক ২০০ গ্রাম, পালংশাক ২০০ গ্রাম, সীম১৫ গ্রাম টমেটো ৮ গ্রাম এই সকল বিজ বিতার করেন।উপকূল এলাকায় সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শ্যামনগর উপজেলা আটুলিয়া ইউনিয়নে দক্ষিণ পশ্চিম আটুলিয়া ডালি পাড়ায় একশন এইড বাংলাদেশ এর ফোরাম সিভি প্রোজেক্ট এর পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ পশ্চিম আটুলিয়া স্বাবলম্বী নারী দলের সভাপতি মোছা তাসলিমা খাতুন সম্পাদক বৃষ্টি পারভীন ক্যাশীয়ার শাকিল পারভীন সহ নারী দলের অন্য সদস্য গন । আরো উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশ এর এর সিএম মো নাজমুল ইসলাম, এফ এফ মোমিনুর রহমান ।
আয়োজকরা জানায়, শীতকালীন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার গ্রামের মানুষের বাড়িতে সবজি লাগালে বাড়ির আয় বৃদ্ধি পাবে এবং ভালো সবজি উপদান হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।