এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা'র শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিগর চুনকুড়ি গ্রামের দীর্ঘদিনের ভোগ দখলীয় মেসার্স শ্রীস্প ফিস প্রজেক্ট মৎস ঘের কাদের মোল্লা দিং রাতারাতি দখল করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মৃত ইয়াকুব আলী ফকিরের ছেলে আমির হামজা (মন্টু) দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে মৎস ঘেরটি পরিচালনা করে আসছে।
হঠাৎ করে ৩রা ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে একই গ্রামের মোঃ জুব্বার মোল্লার ছেলে কাদের মোল্লা দিং সহ বৈরাগতদের সাথে নিয়ে মৎস্য ঘেরে পানির ভিতর দিয়ে রাস্তা দিয়ে ঘেরটি দখল করে। আমরা সকালে উঠে দেখি আমির হামজার মৎস্য ঘরে পূর্ব সাইডে থেকে এক অংশ দখল করে নিয়েছে। প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী আমির হামজা বলেন, ১৯৮৪ সাল থেকে আমার পিতা মুক্তিযোদ্ধা মৃত্যু ইয়াকুব আলী ফকির ঘরেটি পরিচালনা করে আসছিল। গত ২০০২ সালে আমার পিতার মৃত্যুর পর আমি মৎস ঘেরটি অদ্যবধি শান্তিপূর্ণভাবে পরিচালনা করে আসছে। এমনত অবস্থায় শনিবার দিবাগত রাতে কাদের মোল্লা দিংয়েরা বহিরাগতদের নিয়ে আমার মৎস্য ঘেরের মধ্য থেকে ৮ বিঘা একটি অংশ দখল করে নিয়েছে। আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে গেলে তারা দেশে অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপরে চড়াও হয়। বর্তমানে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বিষয়টি নিয়ে অভিযুক্ত কাদের মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারের কাছ থেকে আমি ডিসিআর নিয়ে এর মৌখিকভাবে আমির হামজা কাছে হারি দিয়ে রাখি।সে হারি টাকা না দেওয়া এসিল্যান্ড স্যারের নির্দেশ দখল নিয়েছি।
এ বিষয়ে সরকারি কমিশনার ভূমি মোঃ আছাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমিটি ১নং নম্বর খাস খতিয়ানের।জনক্য কাদের মোল্লার নামে সরকারের নীতিমালা মেনে ডিসিআর দেওয়া আছে। দখলের বিষয়টি তিনি অস্বীকার করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।