বেনাপোল প্রতিনিধিঃ
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল পৌর গেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শুক্রবার(৪ এপ্রিল) সন্ধ্যায় শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কোর্ট পরিচালনা করেন। বেনাপোল পোর্ট থানা পুলিশ মোবাইল কোর্টকে সহায়তা করেন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) কাজি নাজিব হাসান জানান, ঈদে ছুটির মধ্যে বেশি মাত্রায় মটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে। বিভিন্নভাবে চালকদের সতর্ক করা হলেও তারা কর্ণপাত করছেন না। একারণে দুর্ঘটনা রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
জানা যায়, ঈদে ছুটির মধ্যে যশোর-বেনাপোল মহাসড়কে গত ৫ দিনে ৫ মটরসাইকেল আরোহী নিহত ও ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রোকনুজ্জামান জানান, বাইকের অতি গতির কারণে বেশিরভাগ সড়ক দুর্ঘটনায় হচ্ছে। দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন করা হচ্ছে। কিন্তু তারা নিয়ম মানছে না। এক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।