ডেস্ক রিপোর্টঃ দলের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ, সারাদেশে সাংগঠনিক অবস্থা পর্যালোচনা ও দিকনির্দেশনা প্রদান, মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি ও কৌশল নির্ধারণসহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ ইস্যু ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হাতে। এসব ইস্যুকে সামনে রেখেই দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ডাকা হয়েছে।
আগামী শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ডিসেম্বরে। দলের সভাপতি শেখ হাসিনা এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ২৮ অক্টোবরের বৈঠকে সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।
পাশপাশি ঘোষণা আসতে পারে চার সহযোগী ও দুই ভ্রাতৃপ্রতিম সংগঠন- ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগের সম্মেলনেরও।
এছাড়া দলটির জাতীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের দুই শাখার সম্মেলনের তারিখও নির্ধারণ হতে পারে এ বৈঠকে।
অন্যদিকে ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচন, বিএনপির আন্দোলন নিয়ে নিজেদের সাংগঠনিক কর্মসূচিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। আসবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও নানা দিকনির্দেশনাও।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।