শাহাদাত হোসেন,ভ্রাম্যমান প্রতিনিধিঃকালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ও সুশীলনের ব্যবস্থাপনায় ৫ নভেম্বর শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌহার্দ্য সম্প্রীতির গঙ্গা-যমুনা সাহিত্য উৎসব। কালিগঞ্জে সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে সৌহার্দ্য সম্প্রীতি ও সম্ভ্রমের গঙ্গা যমুনা সাহিত্য উৎসবে উপস্থিত থাকবেন ভারত ও বাংলাদেশের বিশিষ্ট লেখক কবি সাহিত্যিক ও শিল্পীবৃন্দ। দুই বাংলার কবি সাহিত্যিক শিল্পীদের অংশগ্রহণে গঙ্গা যমুনা সাহিত্য উৎসব উপলক্ষে উদযাপন কমিটির আহ্বায়ক বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর জন্য করতে পারেনি। সৌহার্দ্দই শক্তি: বাঙালির মনন ও সংস্কৃতির এই মূল মন্ত্রকে সমুন্নত রাখতে এই উৎসব, বাংলা ভাষাকে চির জাগরুক রাখতে বিশ্বব্যাপী বাংলা ভাষীদেরকে এক সূত্রে গাথার উপর এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতিকে ধারণ করেই বাঙালির শিল্প সাহিত্য যুগ ও সমাজ সৃষ্টিতে শিল্পী কবি সাহিত্যিকদের অবদানের ধারা বজায় রাখবে বলে গঙ্গা-যমুনা উৎসব গুরুত্ব আরোপ করে। দিনব্যাপী সাহিত্য উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব কবি আব্দুস সামাদ ফারুক। উৎসবের উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। কলকাতা কফি হাউজের ১২ জন কবি, সাহিত্যিক ও শিল্পী উপস্থিত থাকবেন। এছাড়া ঢাকা, যশোর, খুলনা, সাতক্ষীরার কবি সাহিত্যিক শিল্পী ও আবৃত্তি শিল্পীগন উপস্থিত থাকবেন। সাহিত্য উৎসবকে সফল করতে সকল প্রস্তুতি সম্পন্নের পথে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও উৎসব কমিটির সদস্য সচিব সুকুমার দাশ বাচ্চু, উৎসব কমিটির যুগ্ন আহবায়ক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, কমিটির সদস্য জাফরউল্লাহ ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদ উল্লাহ বাচ্চু, সদস্য আশেক মেহেদী, সংগীতশিল্পী জাহাঙ্গীর আলম, সাংবাদিক শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন, দেবাশীষ বিশ্বাস রাকেশ, কবি আলী সোহরাব, কবি আব্দুর রব প্রমুখ। দুই বাংলার কবি সাহিত্যিক শিল্পীদের অংশগ্রহণে গঙ্গা-যমুনা সাহিত্য উৎসবে কবি সাহিত্যিক শিল্পীদের সমাবেশ ও মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠান জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর উড়ানো, বৃক্ষ রোপন সহ উদ্বোধনী সংগীত, ঘোষণাপত্র পাঠ, শুভেচ্ছা বক্তব্য, কবিতা আবৃত্তি, সঙ্গীত, অতিথিদের স্মারক শুভেচ্ছা প্রদান, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্য। দ্বিতীয় পর্বে উপস্থিত কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। সমাপনী অনুষ্ঠান, সন্ধ্যায় সাহিত্য আড্ডা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমন্ত্রিত কবিদের ৫ নভেম্বর শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করে উৎসব ব্যাচ, ফোল্ডার, ও সনদ গ্রহণ করবেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।