শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্যমন্ত্রণালয় কর্মকর্তা কর্তৃক হেনস্থা, নির্যাতন , মিথ্যা মামলায় হয়রানী ও আটকের প্রতিবাদে রমজাননগর - কৈখালী রিপোটার্স ক্লাবের আয়োজনে ভেটখালী বাজার চত্ত্বরে বুধবার (১৯ মে) বিকাল ৫ টায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সুন্দরবন অঞ্চল প্রতিনিধি নূরুন্নবী ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক জাগরণ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি জি,এম, আকবার কবির , জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ হুমায়ুন কবির , এশিয়ান টিভির শ্যামনগর প্রতিনিধি মেহেদী মারুফ , সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব আলী,সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন , শ্যামনগর উপজেলা রিপোটার্স ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক এস,এম, সাহেব আলী , অনলাইন বিবেক টিভির জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন। সমাবেশে বক্তারা বলেন সাংবাদিকের উপর আঘাত না এনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বক্তারা বলেন, দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ গনমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হয়রানী বন্ধে ভূমিকা রাখুন।নির্ভীক ও সাহসী সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেটি নির্মম ও বর্বর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব জেবুন্নেচ্ছা খানম সাংবাদিকের গলার টুটি চেপে ধরে হত্যার চেষ্টা করে সরকারকেই বেকায়দায় ফেলানোর অপচেষ্টা চালিয়েছেন,তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। মন্ত্রণালয়ের উপ সচিব জেবুন্নেচ্ছা খানমের নামে স্থাবর অস্থাবর সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন। অথচ তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা বা শাস্তি না হয়ে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় উল্টো সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং ন্যাক্কারজনক ভাবে রিমান্ড আবেদন করা হয়েছে। আমরা সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম , মোঃআকতার হোসেন , আলী মোর্তেজা , জি,এম, আব্রাহাম লিংকন , মোঃ মনির শামীম,জি,এম,আশিকুজ্জামান লিমন,মোঃ আব্দুল কাদের , মোঃ মিলন হোসেন , মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।