মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরাঃ রবিবার(২০ সেপ্টেম্বর) শ্যামনগর অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার শুভ সূচনা এবং সমাপনিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন । ফিচার লিখন কর্মশালায় মোট ২৩ জন অংশগ্রহণকারীকে নিয়ে সংবাদ, ফিচার, প্রবন্ধ তথ্য, তথ্য সংগ্রহ, তথ্যের সংগ্রহের কৌশল, ছবি তোল, ছবি এডিটিং, ক্যাপশান লেখা, এবং ই-মেইল পাঠানো প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বৈচিত্র্য, আন্ত:নির্ভরশীলতা এবং ফিচার লেখার বিষয় এবং টাইটেল নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। সবশেষে ফিচার লেখা বিষয়ে একটি ছোট পরিকল্পনা গ্রহন করা হয়। বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী আল ইমরান কর্শশালার প্রধান সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, বারসিকের বারসিকের সহযোগী কোর্ডিনেটর রামকৃষ্ণ জোয়ারদার,সহকারি প্রোগ্রাম অফিসার রুবিনা পারভীন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।