ফারুক হোসেন: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন,কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের ফাতেমা বেগম (৮৫) ও কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের
বলিয়ানপুর গ্রামের মমতা হেনা (৬০)। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যয়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সপ্তাহ খানেক আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে
চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬১২ জন। এছাড়া করোনায় আক্রান্ত
হয়ে মারা গেছেন আরো ৮৭ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোঃ হুসাইন শাফায়াত জানান, করোনা সংক্রমণের হার কমাতে হলে অবশ্যই সকলকে মাস্ক পরতে হবে। তাহলে আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারবো।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।