সাতক্ষীরা প্রতিনিধি: পানিতে ডুবে শিশু মৃত্যুহার প্রতিরোধে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং করণীয় বিষয়ক, বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকাল ৪টায় গণস্বাক্ষরতা অভিযান এবং গ্লোবাল হেলথ এডভোকেসী ইনকুবেটরের আয়োজনে রেডিও নলতা-৯৯.২ এফএম’এ “শিশু সুরক্ষা” বিষয়ক টকশো পানিতে ডুবে শিশু মৃত্যুহার প্রতিরোধে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ২০১২ খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক আশরাফুর রহমান, প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, পানিতে ডুবে মৃত্যু শিশুর অভিভাবক নাজমুল হোসেন। রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ারের সার্বিখ সহযোগীতায় সাব্বির হোসেনের সম্পাদানায় রেডিও উপস্থাপক মামুন হোসাইনের সঞ্চলনায় বিকাল ৪টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রসারণ করা হয়।
উল্লেখ্য যে, পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহারে বাংলাদেশ বিশ্বের অন্যতম। আমাদের দেশের ১-৪ বছর বয়সী শিশুর মোট মৃত্যুর ৪৩ শতাংশ দায়ী পানিতে ডুবে যাওয়া। শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এবং আগামীতে দেশ ও জাতি গঠনে অভিভাবকদের রয়েছে অনেক বড় দায়িত্বও কর্তব্য। কিন্তু একটুখানি অসাবধানতার কারণে প্রতিনিয়ত কোমলমতি শিশুরা পানিতে ডুবে মারা যায়। বিবিএস এবং স্বাস্থ্য অধিদপ্তরের ২০১৬ সালের এক সমীক্ষায় দেখা গেছে প্রতিদিন ৫বছরের নিচে ৩২ জন শিশু পানিতে ডুবে মারা যায়। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশে দৈনিক গড়ে ৫০ জন কোমলমতি শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে। অভিভাবকদের অসাবধানতাই পানিতে ডুবে শিশু মৃত্যুর প্রধান কারণ এমনটাই বলছেন বিশেজ্ঞরা। তাই অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।