স্টাফ প্রতিনিধিঃ গতকাল ১৬ মার্চ ২০২১ ইং রোজ মঙ্গলবার ডিআরআরএ এর আয়োজনে বিএমজেড এবং ডিএএইচ ডব্লিউ জার্মানী এর সহযোগিতায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য ইনক্লুসিভ ডেভলপমেন্ট ফর ইন ইম্প্রভড কোয়ালিটি অফ লাইভ ফর পিপল উইথ ডিজএবিলিটি নামক একটি প্রকল্প কার্যক্রম শুরুর জন্য একটি সুচনা কর্মশালা জেলা সার্কিট হাউসের হল রুমে সকাল ১১.০০ ঘটিকায় আয়োজন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জনবান্ধব জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবতী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুর রহমান, সহ অন্যান্য অতিথি বৃন্দ।এছাড়া প্রকল্প কর্ম এলাকা ইশ্বরীপুর,শ্যামনগর,ও পদ্মপুকুর ইউনিয়নের ডিপিও নেতৃবৃন্দ। প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক মহোদয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশেষ করে প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে এমন একটি প্রকল্প শ্যামনগরের প্রত্যান্ত এলাকায় নিয়ে আসার জন্য ডিআরআরএ সংস্থাকে ধন্যবাদ জানান এবং বলেন টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রকল্পটি সহায়ক ভূমিকা পালন করবে।তিনি প্রকল্পের শুরু থেকেই সকল কার্যক্রমে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সকল স্টেক জোল্ডারদের সক্রিয় ভাবে প্রকল্পের সাথে যুক্ত থেকে প্রকল্প কার্যক্রম অংশীদারিত্বের মাধ্যমে পরিচালনায় সহায়তা করার জন্য নির্দেশ প্রদান করেন। ডিআরআরএ থেকে উপস্থিত ছিলেন জেলা মাইক্রোকেডিট ম্যানেজার জনাব আনজির হোসেন, জেলা ম্যানেজার আবুল হোসেন, সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মোস্তাক মাহমুদ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।