ডেস্ক রিপোর্টঃ সাতক্ষীরায় করোনা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। প্রতিদিনই বাড়ছে সংক্রমণের হার। সীমান্তের এই জেলাটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ছিল সর্বোচ্চ ৫৯.৩৪। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছে চারজন। তাদের দুই জনের বাড়ি সাতক্ষীরা শহরে, একজনের বাড়ি শ্যামনগর উপজেলায় ও একজনের বাড়ি সদর উপজেলার আগরাতলা এলাকায়।
আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৮২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ১০৮ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৫৫১ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ১১২ জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২৩ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জেলা সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়াত বলেন, ‘করোনা পরিস্থিতির যে হারে অবনতি হচ্ছে, তাতে কঠোর লকডাউনের বিকল্প নেই।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।