শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন এম কামরুজ্জামান । মঙ্গলবার (১১ জুন) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোজাম্মেল হক, নির্বাচন কমিশনার এ্যাডঃ এবিএম সেলিম ও নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক হেদায়েতুল ইসলাম এর হাতে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২২ শে জুন সকাল ৯ টা হতে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন হবে। এম কামরুজ্জামান শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য। এছাড়াও তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর শ্যামনগর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।তিনি দৈনিক ডেলি দি ট্রাইবুনাল,দৈনিক অধিকরণ, ও দৈনিক গ্রামের কন্ঠ,প্রতিদিনের কন্ঠ পত্রিকায় শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।