আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে করোনা আক্রান্ত রোগীদের ফলমূল উপহার সহ তাদের সার্বিক খোঁজ খবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন (নয়ন) ।
শুক্রবার পবিত্র জুময়ার নামাযের পর সকল মুসল্লিদের সাথে মতবিনিময় শেষে করোনা আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন তিনি। সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী ও উপজেলার তিলনা ইউনিয়নের ইলিমপুর গ্রামে করোনা আক্রান্ত বৃদ্ধের খবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন (নয়ন)। এসময় কোভিড আক্রান্ত রোগীদের ফল ফলাদী উপহার দেন তিনি। পরবর্তী সময়ে ইলিমপুর মোড়ে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণের পর সাপাহার সরকারী উচ্চ বিদ্যালয়ে অবস্থিত করোনা আইসোলেশন পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রুহুল আমিন সহ গণমাধ্যম কর্মীগন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।