আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ৫ টি মামলায় ৩ হাজার ১শত টাকা অর্থদন্ড দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) সোহরাব হোসেন।
মহামারী করোনা ভাইরাস রুখতে এবং সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষকে বাড়ীতে থাকা সহ স্বাস্থ্যবিধি মানার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ হতে সচেতনতা কার্যক্রম অব্যহত রয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।