এম কামরুজ্জামান,শ্যামনগর প্রতিনিধিঃ
সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখা সেচ্ছাসেবীদের নিয়ে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান করেছে আনজার গ্রুপ। ২২শে ডিসেম্বর রবিবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলার মাজান অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে আনজার গ্রুপ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেন। আনজার গ্রুপের প্রতিনিধি ও ভূরুলিয়া ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক রুহুল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রী শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান জেলা জামায়াতের অফিস সম্পাদক রুহুল আমিন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, ১ং ভূরলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক মাওলানা, দরগাপুর নকিমুদ্দিন দারুস সুন্নত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইউনুস আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কওসার।এসময় সংবর্ধনা প্রদান করা হয় সাউদান চ্যারিটি ফাউন্ডেশন, উৎসর্গ সোসাইটি, মানবসেবা সোসাইটি, সাতক্ষীরা অনলাইন ব্লাড ব্যাংক, শ্যামনগর ব্লাড ব্যাংক, শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশন, উপকূলীয় যুব উন্নয়ন সংস্থা, আল খিদমাহ ফাউন্ডেশন, সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক, স্বরূপ ইয়ুথ টিম, হিউম্যানিটি ফাস্ট, ফারহাদ কামরুল ফাউন্ডেশন, স্টুডেন্ট কেয়ার সোসাইটি, জনকল্যাণ সংস্থ, মানব যুব কল্যাণ সংঘ, রিডো, রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, পিপিলিকা ইয়ুথ টিম, আটুলিয়া ইউনিয়ন রক্তদান সংস্থা, মাহাব্বাহ এইড, মথুরেজ পুর ব্লাড ফাউন্ডেশন, সুন্দরবন রক্তদান সংস্থা, ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটি, হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থা, কুড্ডো ইয়ুথ টিম, মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশন, মৌতলা ব্লাড ফাউন্ডেশন, আস্থা রক্তদান সংস্থা, আহবান সোসাইটি, নাহার আক্তার সমাজ কল্যাণ ফাউন্ডেশন, সহযোগিতার সিঁড়ি, দক্ষিণ কৈখালী সংঘ, মানব সেবা সোসাইটি, নিজ দেবপুর মানব কল্যাণ ফাউন্ডেশন, চালিতাঘাটা সেবার আলো সংগঠন, রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন, নাগবাটি সবুজ বাংলা ফাউন্ডেশনের প্রতিনিধি বৃন্দকে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।