মোঃ পারভেজ মিয়া,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ইয়াবা ট্যাবলেট সহ তামিম মোল্যা (১৯) ও আল মাহমুদ (২২) নামে দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের মুন্তার মোড় এলাকা থেকে সালথা থানা পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃত তামিম উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের কাউছার মোল্যার ছেলে ও আল মাহমুদ ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের আফজাল হোসেন মাতুব্বরের ছেলে।
সালথা থানার এসআই উজ্জল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মুন্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।