সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সাধারন জনগনের জান মাল রক্ষা করতে সব সময় তৎপর থাকে পুলিশ। তার পরেও অনেক সময় অনাঙ্খাক্ষিত ভাবে দুর্ঘটনা ঘটে যায়। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। শিল্প নগরী হিসেবে বেশ পরিচিত নারায়ণগঞ্জ জেলা। তার মধ্যে অন্যতম সিদ্ধিরগঞ্জ থানা এলাকার শিল্প নগরীর। আধিপত্য বিস্তার করতে খুন খারাপির মত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সিদ্ধিরগঞ্জে। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অপরাধ নির্মূল করতে থানা পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। তারই ধারাবাহিকতায় ধরে সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রয় করতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুকের নেতৃত্বে সুকৌশলে অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন। কামরুল ফারুক সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে বলে জানান এলাকাবাসী। সু-দক্ষ এই অফিসার নিজের মেধাকে কাজে লাগিয়ে একের পর এক অপরাধীদের লাগাম টেনে ধরেছে। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভুমিদস্যু সহ বিভিন্ন অপরাধীরা এখন ওসি কামরুল ফারুকের আতংকে আছে। এ পর্যন্ত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী সহ অপরাধীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেছেন ওসি কামরুল ফারুক। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক বলেন, সিদ্ধিরগঞ্জ একটি গুরুত্বপূর্ন এলাকা। এখানে অপরাধীদের আনাগোনা অনেক বেশি। পুলিশে চাকুরী করি মানুষের সেবা করার জন্য। আমার থানা এলাকায় কোনো অপরাধীদের ঠাঁই নাই। যত বড় অপরাধী হোক না কেন অপরাধ করলেই ছাড় দেওয়া হবেনা। আইনের উর্দ্ধে কেই নয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে পুলিশ সদস্যরা তৎপর রয়েছে। অপরাধীদের ধরতে মাঠ পর্যয়ে পুলিশ ঠিম কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে এবং সিদ্ধিরগঞ্জ থেকে অপরাধ নির্মূল করাই হবে আমার প্রধান কাজ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।