সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল ডাচ বাংলা ব্যাংক সংলগ্ন ইউটার্ন মোড় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চালক সিরাজুল ইসলাম খুনের ঘটনায় ৪ মুলহোতাকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গতকাল সকাল ১১ টার সময় সিদ্ধিরগঞ্জ থানায় হল রুমে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় । এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল মেহেদী ইমরান সিদ্দিকী, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক, পুলিশ পরিদর্শক তদন্ত আজিজুল ইসলাম এবং অপারেশন রুবেল হাওলাদার। গত ১ লা জানুয়ারী ২০২০ ই তারিখে রাত আনুমানিক ৩.৩০ মিনিটে কাভার্ডভ্যান চালককে অজ্ঞাত কিছু ছিনতাইকারী ছিনতাইকালে ধারালো চাকু দিয়ে বুকের বাম পাশে আঘাত করে মোবাইল, মানিব্যাগ নিয়ে যায়। আহত গাড়ী চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ছিনতাই হওয়া মোবাইল ট্রেকিং এর মাধ্যমে গত ৫ ই জানুয়ারী অতিরিক্ত সুপার মেহেদী ইমরান সিদ্দিকীর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক, তদন্ত আজিজুল ইসলাম, অপারেশন রুবেল হাওলাদার, এসআই সাইদুজ্জামান ও এএসআই মোমেন আলম সঙ্গী ফোর্স নিয়ে ছিনতাই ও হত্যা মামলার আসামী পটুয়াখালী সদর থানার নন্দীপাড়া গ্রামের হাসান খলিফার ছেলে মোঃ লাল মিয়া (২৫), সিদ্ধিরগঞ্জ থানা এলাকার আদর্শ নগর নয়নের বাড়ীর ভাড়াটিয়া হুমায়ুন কবিরের ছেলে ইয়াছিন (১৮), গোদনাইল বাড়ীপাড়া এলাকার বিপ্লবের ভাড়াটিয়া মাসুক মিয়ার ছেলে মোঃ শাহীন (২৬) এবং রসুলবাগ শাপলাচত্বর হাসেম ব্যাপারীর ভাড়াটিয়া আজিজুল হাকিমের ছেলে নাজমুল সাকিব (১৫) কে গ্রেফতার করে। আটককৃতদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করে এবং আটককৃতারা হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করে। অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, কাভার্ডভ্যান চালক সিরাজুল ইসলামের হত্যাকান্ডের মূল হোতা ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে আরও যারা জড়িত আছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।