সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মনি আক্তার নামে এক গার্মেন্টসকর্মী গৃহবধূকে হত্যার পর লাশ ঘরে তালা বন্ধি করে পালিয়ে গেছে স্বামী। গত শুক্রবার রাত দেড়টায় মিজিমিজি বাতেনপাড়া এলাকার রুহুল আমিনের বাড়ী থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূ ওই বাড়ীর ভাড়াটিয়া সিএনজি চালক রিপনের স্ত্রী। তিনি আদমজী ইপিজেটের ফ্যাশন সিটি গার্মেন্টেসের নারী শ্রমিক হিসেবে কাজ করতো। স্ত্রীকে হত্যা করে স্বামী রিপন ঘরের সকল ছবি ও পরিচয়পত্র নিয়ে পালিয়ে গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আব্দুস সাত্তার জানান, গত কয়েকদিন ধরে রুহুল আমিনের বাড়ীর ভাড়াটিয়া রিপনের ঘরের দরজা বন্ধু ছিল। শুক্রবার রাতে ঘর থেকে পচাঁ গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। লাশ দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী পালিয়ে যাওয়ায় ধারনা করা হচ্ছে পারিবারিক কোন দ্বন্ধের কারণেই এ হত্যার ঘটনা ঘটেছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।