স্টাফ রিরোর্টার : নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১০টি ওয়ার্ড নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা । নাসিক ১ নং ওয়ার্ড থেকে শুরু করে ১০ টি ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান চলবে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক। জনগনের সচেতনার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ মাদক বিরুদ্ধে জনসভা,সাংবাদিক নিয়ে গোল টেবিল বৈঠক ও বিভিন্ন সময় র্যালী বের করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে বলেও জানান, এই তালিকা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে মাদকের অভিযান অব্যাহত থাকবে।মাদক বিক্রি করে যারা, তারা দেশ ও জাতির শত্রু।যে পরিবারে মাদক সেবন করে সে পরিবারের সবাই আস্তে আস্তে মাদকে আক্রন্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে।নারায়নগঞ্জ জেলার মধ্যে অন্যতম একটি থানা হলো সিদ্ধিরগঞ্জ। যেখানে গনজনবসতী, শিল্পীনগরী,ইপিজেড,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইপাশ এলাকা নিয়ে ১০ টি ওয়ার্ড গঠিত হয়েছে।নারায়নগঞ্জ পুলিশ সুপার হারুন-অর রশিদ মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। মাদক দেশ ও জাতির ক্ষতিকর।মাদকের প্রতি সোচ্চার হওয়া প্রতিটি নাগরিকের অধিকার। এদিকে সিদ্ধিরগঞ্জ অফিসার ইনচার্জ কামরুল ফারুক বলেন ,আমি থানায় যোগদান করার পর থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। যারা মাদক বিক্রি করে তাদের কোন ঠাই নাই, তারা সমাজের এক ধরনের ক্রিট। তাদের বিষয় কঠোর হুশিয়ারি জানিয়ে দেন, আমি থাকা অবস্থায় কোন প্রকার মাদক ব্যবসা,সন্ত্রাসী ,চাঁদাবাজী করতে দেওয়া হবে না।মাদক ব্যবসায়ীদের অবস্থান হবে জেল খানা। মাদকের বিরুদ্ধে কোন আপোষ নেই,সেই যেই হোক না কেন। মাদকের করাল গ্রাসে আক্রান্ত হয়ে ধ্বংসের মুখে পতিত হচ্ছে তরুন,ছাত্র ও যুব সমাজ। মাদককে কেন্দ্র করে ইভটিজিং,ছিনতাই,চুরিসহ না অপরাধ কর্মকান্ড হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে শুধু মাদক বিরোধী অভিযান নয় সকল অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।