সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে সাংবাদিক ঐক্য ফোরামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিলের আলহেরা টাওয়ারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক সমকাল এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহজাহান জনি। এ সময় উপস্থিত ছিলেন আমাদের সময়.কম এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি নূরুল আজিজ চৌধুরী, প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক এশিয়াবানী ও গ্লোবাল টিভির প্রতিনিধি মোঃ রাসেল, দৈনিক আমার সংবাদ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ আমির হোসেন, বাংলাদেশের খবর এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আব্দুল কাইয়ুম, সোহেল রানা, চ্যানেল এস, আলআমিন দৈনিক নবচেতনা, সেলিম আহমেদ দৈনিক ভোরের পাতা,সোহেলরানা, দৈনিক দেশ রুপান্তর, মনজুর আহমেদ অনিক জেলা প্রতিনিধি আমাদের অর্থনীতি,, গাজী সোহেল, কালের চিত্র, খায়রুল হাসান, অগ্রবানী প্রতিদিন, ফারুক হোসেন খবর টিভি, ইয়াকুব কামাল দি মর্নি গ্লোরি, মাসুদ রানা দৈনিক বিজনেস বাংলাদেশ , এম,এ রশিদ আলোর জগত, দৈনিক ভোরের সমাচারের প্রতিনিধি সম্রাট আকবর, ও অপু রহমান আওয়ার টাইমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকতা পেশা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।