সিদ্ধিরগঞ্জে ২০ লিটার দেশী চোরাই মদসহ খোকন (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুর সোয়া ১২ টায় নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাস স্ট্যান্ড এলাকাস্থ চেক পোষ্টে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক মনির হোসেন সঙ্গীয় ফোর্স একটি গাড়ী তল্লাশী করে তাকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে একটি কার্টুনে রক্ষিত ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ধৃত খোকন সোনারগাঁও উপজেলার রাইতগঞ্জ এলাকার ইব্রাহিমের ছেলে। সে নারায়ণগঞ্জ টানবাজার এলাকার সরকারী মদের এজেন্ট শেনের কর্মচারী ছিলো বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে জালকুড়ি আসার পথে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ লিটার দেশী চোলাই মদসহ খোকন নামে এক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দেখে জালকুড়ির এলাকার মোক্তার নামে অপর এক মাদক ব্যবসায়ী গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। ম্যাগি নুডুলস এর একটি কার্টুনে করে ১ লিটারের ১২টি ও আধা লিটারের ১৬টি বোতলে ২০ লিটার মদ প্যাকিং করা ছিল।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।