মো.হোসেন আলী (ছোট্ট) " স্মার্ট হবে স্থানীয় সরকার,নিশ্চিত করবে সেবার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৭ ফ্রেব্রুয়ারি২৪) সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে জেলা প্রশাসন এর আয়োজনে স্থানীয় সরকার দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে বনার্ঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে বনার্ঢ়্য র্যালির উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানে সভাপতি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। পরে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন,
অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি তার বক্তব্যে বলেন, স্থানীয় সরকারের উন্নয়ন অগ্রগতির সুফল নিয়ে মাঠপর্যায়ের জনসচেতনতা তৈরি এবং ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগনের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে দিবসটি পালন করা হচ্ছে।বর্তমান সরকারের আমলে এই দিবসটি পালন করা হচ্ছে। সরকার শহর থেকে গ্রামপর্যায়ে জনগণের কল্যাণে উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করার জন্য স্থানীয় সরকার গঠনকে আরো বেশি গতিশীল করেছে সরকার। এরই অংশ হিসেবে দেশের প্রতিটি জনপদে স্থানীয় সরকার পরিষদের মাধ্যমে টেকসভ উন্নয়ন কাজ বাস্তবায়ন করছেন বর্তমান সরকার। তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বেশি বেশি সেবারমান বাড়াতে হবে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন তিনি তার স্বাগত বক্তব্য বলেন, কাউকে বাদ দিয়ে আমাদের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তাই সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। এ জেলায় জন্ম নিবন্ধনে আমরা ভালো ফলাফল লাভ করছি তাই আগামীতে আমাদের এই কাজের গতি বাড়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সকলকে এক সংগে কাজ করতে হবে। নিজ-নিজ এলাকার সমস্যা চিহিৃত করে তা সমাধানে জনপ্রতিনিধিদের সচেষ্ট থাকার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুল রউফ মুক্তা, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মনোয়ার হোসেন, প্যানেল ১ মেয়র মো. নুরুল হক, এ্যাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান,ও সহকারী প্রকৌশলী পরিসংখ্যান অধিদপ্তরের কর্মকতা কামিল হাসান,
এছাড়াও আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার
প্যানেল ১ মেয়র মো.নুরুল হক, পৌর মহিলা কাউন্সিল রোমানা রেশমা, এলজিইডি সহকারী পরিচালক সৌরভ কুমার সাহা,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক কানিজ ফাতেমা, সহ স্থানীয় সরকার বিভাগের সকল কমকর্তা বৃদ্ধ ও পৌরসভার সকলেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিসংখ্যান কর্মকতা দোলোয়ার হোসেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।