মোঃ আল আমিন গাজী,শ্যামনগর প্রতিনিধিঃজলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দুর্যোগ সহনশীল বিদ্যালয় ও কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে সিসিডিবি ড্রেক প্রকল্পের আয়োজনে বুড়িগোয়ালিনী ইউনিয়নে জলবায়ু সহনশীল চাষাবাদের জন্য বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির আওতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাধ্যমিক স্তরের মোট ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়। বিদ্যালয়গুলো হলো— কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়, বুড়িগোয়ালিনী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়, পোড়া কাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়, আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়, তপোবন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়।
বিতরণকৃত বীজের মধ্যে ছিল পালং শাক, লাল শাক, মিষ্টি কুমড়া, লাউ ও কাঁচা মরিচের বীজ। এ সময় শিক্ষার্থীদের বীজ বপন পদ্ধতি, পরিচর্যা এবং জলবায়ু সহনশীল চাষাবাদ সম্পর্কে সংক্ষিপ্ত দিকনির্দেশনা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে কৃষি শিক্ষার বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কৌশল সম্পর্কে সচেতন হবে।
উক্ত বিদ্যালয়গুলোর শিক্ষকবৃন্দ সিসিডিবি সংস্থার এ ধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।