এম, কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শেখ হাসিনার নির্দেশ,জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ, সচেতন বনজীবী নিরাপদ সুন্দরবন। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে। সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের আয়োজনে ১৫ ই মার্চ মঙ্গলবার সকাল ১১টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মধু আহরণ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বন সংরক্ষণ খুলনা অঞ্চল মিহির কুমার দো, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, মহিলা মহিলা ভাইস খালেদা আয়ুব ডলি, সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম এ হাসান ,মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম। এবছর ১ হাজার কুয়েন্টাল মধু ও ৫ শত কুয়েন্টাল মোমের লক্ষ মাত্রা ধরা হয়েছে। দুই নৌকা ১৮ জনকে মধুর পাশ দেওয়া হয়। ১৫ দিন আগে মধু আহরণের পাশ দেওয়ায় মৌয়ালরা চিন্তিত।সঠিক সময় থেকে মধু আহরণ করতে পারবে বলে মৌয়ালরা জানান। এ সময় মধু আহরণ কারি জেলে দাতিনাখালির কোমর উদ্দীন বলেন, ১৫ দিন আগে মধু আহরণের অনুমতি দিয়েছে।এবার ১৫ দিন আগে মধু কাটতে যাব।মৌয়াল লিটন হোসেন বলেন,বিধি মোতাবেক বনে প্রবেশ করার অনুমতি দেওয়ার। মৌচাক পরিপূর্ণ না হওয়া পর্যন্ত পাশ দিলে মধু পাওয়া যাবে না।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।