মোঃ আল আমিন গাজী,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইকোয়া ম্যাক্সের সহযোগিতায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা আলহাজ্ব মোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশন সভাপতি এর মো. রাজু আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের অন্যতম শুভাকাঙ্ক্ষী—মো. আবু হেনা মোস্তফা কামাল চঞ্চল এবং বিশিষ্ট ব্যবসায়ী—মো. শাওন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মো. সিকান্দার হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন ইকোয়া ম্যাক্স।
স্থানীয় শীতার্ত মানুষ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।