মো:আল আমিন গাজী,মুন্সিগঞ্জ প্রতিনিধঃশনিবার ২৪ শে মে, শ্যামনগর মুন্সিগঞ্জ সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি ী সানি অপারেশন ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয় । উক্ত ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগ সেবা পায় এবং 50 জন সানি রোগীকে ফ্রি অপারেশনের জন্য ব্যবস্থা করা হয় । উক্ত ক্যাম্পে রোগী দেখেন ডক্টর( সৌমিত্র বৈরাগী)
দিনব্যাপী এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাত নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (সিরাজুল ইসলাম পল্ট)ু
আরো উপস্থিত ছিলেন সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক (মো: সিকান্দার হোসেন)
উপস্থিত ছিলেন রাজু আহমেদ, ফজলুল করিম,
উপস্থিত ছিলেন কলবাড়ি নেকজেনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( দেবাশীষ মন্ডল )
উক্ত ক্যাম্পে সহযোগিতা করেন গ্রামীণ চক্ষুহাসপাতাল ।
স্থানীয় রাফিজা বেগম জানান, আমাদের এলাকায় অধিকাংশ মানুষ চোখের সমস্যায় ভোগে তারা ঠিকমতো ডক্টর দেখাতে পারেনা। অর্থের অভাবে এমনকি চোখের ছানি থাকার কারণে বহু অসহায় মানুষ চোখে দেখেনা।
তাই এ ধরনের ক্যাম্প আমাদের জন্য অনেক উপকার আসবে ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।