মোঃ আবুল বাসার,চীফ রিপোর্টার,নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচরে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের নির্দেশে বৃক্ষরোপণ অভিযান সফল করতে দেশীয় ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপন করেছে দেশের প্রাচীন এই আনসার বাহিনীটি।
মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন সরকার বৃক্ষের চারা রোপন করে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্ধোধন করেন।
এ সময় আনসার- ভিডিপি সদস্যদের মধ্যে ৬০ টি বৃক্ষের চারা বিতরণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশকে সবুজায়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আবহাওয়া অনুকুলে রাখতে উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেন ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পাপিয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলআমিন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন জাবেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ১নং চরজব্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক, চরআমানুল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,অধ্যাপক বেলায়েত হোসেন,চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডঃ আবুল বাসার, উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা পাপিয়া বেগম বলেন, মাননীয় মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক,বিএএম,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি, পিএইচডি মহোদয়ের নির্দেশক্রমে আমরা বৃক্ষরোপন করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপন করছি। সবাইকে বৃক্ষরোপনে উদ্ধুদ্ধ করছি। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। বৃক্ষ ছাড়া আমাদের সুস্থ্য ভাবে বেঁচে থাকার কোন বিকল্প কোনো নেই। তাপমাত্রা ঠিক রাখাসহ বিভিন্ন ভাবে বৃক্ষ আমাদের উপকার করে যাচ্ছে। আমরা বৃক্ষ রোপন করে আমাদের সদস্যদের বৃক্ষরোপনে উদ্ধুদ্ধ করাসহ সর্বসাধারণকে বলব প্রত্যেকে যেন সুযোগ থাকলেই বৃক্ষরোপন করি।
এসময় বৃক্ষরোপন কর্মসূচিতে প্রশিক্ষক রহিমা আক্তার, কমান্ডার নুর উদ্দিন, মোঃ বাবুলসহ দলনেতা-দলনেত্রী, আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।