মোঃ আবুল বাসার,নোয়াখালী,প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়ন ধানের শীষ গ্রামে জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ১৯ মে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চরওয়াপদা ইউনিয়নের থানার হাট বাজার সংলগ্ন ধানের শীষ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোনাইমুড়ি উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ইয়াকুব আলী গুরুতর আহত হয়,আশংকা জনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, সন্ত্রাসী হামলায় গুরুতর আহত এয়াকুব আলী কে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত এয়াকুব আলীর ভাই নুরনবী জানান, আমার পিতার ওয়ারিশ ও খরিদ সূত্রে আমরা ২,৮০ শতাংশ জমির মালিক ও দখলকার আছি। আমার চাচা ইব্রাহিম খলিল ধনু তার কাছে উক্ত জমি বিক্রি করার জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে আসছে।
স্থানীয়রা জানান, প্রফেসর এয়াকুব আলী ও ধনু মিয়ার পরিবারের সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে দ্বন্দ্ব ছিলো, তারই সুত্র ধরে প্রফেসর এয়াকুব আলীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
এয়াকুবের ভাই মোঃ ইউনুছ বলেন,দীর্ঘদিন থেকে ২,৮০ জমি খরিদ করার জন্য আমার চাচা ইব্রাহিম খলিল ধনু মিয়া বিভিন্ন কুট কৌশল চালতে থাকে। আমাদের কে রাজি করতে ব্যর্থ হয়ে বিভিন্ন সময় প্রাণে হত্যার হুমকি দমকি দেয়। আমার ভাইকে মেরে ফেলার উদ্দেশ্যে তার উপর সন্ত্রাসী হামলা করে।
আহতএয়াকুব আলী জানান, ঘটনার দিন সন্ধ্যা ৭টায় আমি বাড়ী থেকে থানারহাট যাওয়ার পথে ইব্রাহিম খলিল ধনু মিয়ার ছেলে আবুল খায়ের ও আবু ছাইদ এর নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী আমার পথ গতিরোধ করে, আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্র দা -চেনী দিয়ে কুপিয়ে আমার মাথায় আঘাত করে এবং
লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখম করে, সন্ত্রাসীরা আমার পকেটে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়। ঘটনাস্থলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বিরোধপূর্ণ জমি নিয়ে নোয়াখালী জেলা জর্জ আদালতে মামলা চলমান রয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ও জানান তিনি।
প্রফেসর এয়াকুব আলীর উপর হামলার বিষয় জানতে চাইলে ইব্রাহিম খলিল ধনু বিষয়টি এড়িয়ে যান।
চরজব্বর থানার ওসি শাহিন মিয়া জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।