মোঃ আবুল বাসার,নিজস্ব প্রতিনিধি নোয়াখালীঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের নারীসহ আটজনকে জখম করার অভিযোগ উঠেছে।
বুধবার (৩০) ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১নং ওয়ার্ড চর আমিনুল হক গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষের এ হামলার ঘটনায় আহতরা হলেন- আব্দুর রহমান (৬০), নুর উদ্দিন (৩০), আলা উদ্দিন (২৮), ছালা উদ্দিন (২৬), শাহানা আক্তার (২৭), মুর্শিদা আক্তার (২৭), পারভীন আক্তার (৪২), নুপুর আক্তার (২৫)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে ফেরন করেন।
ভুক্তভোগী নুর উদ্দিন জানান, দীর্ঘ ৪০- ৪৫ বছর পূর্বে আমার বাবা আব্দুস শহিদ ৮০ শতাংশ জমি ক্রয় করে, ক্রয়কৃত জমিতে আমরা বাড়ি ঘর করে বসবাস করে আসছি, আমাদের মালিকীয় জমিতে মাটি কাটতে গেলে পাশ্ববর্তী সদর উপজেলার চর শুল্লুকিয়া গ্রামের সফিক মাঝির পুত্র জামাল উদ্দিনের নেতৃত্বে ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আমাদের উপর হামলা করে গুরুতর আহত করে, আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে জামাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, বিরোধপূর্ণ জায়গাটি এক বছর পূর্বে আমি খরিদ করি, আমার খরিদকৃত জায়গায় নুর উদ্দিন গং মাটি কাটতেছে দেখে আমি বাঁধা প্রদান করি, বাঁধা দিতে গেলে মারামারির ঘটনা ঘটে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।