মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের জুবিলী হাবিব উল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষ দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার রাতে বিদ্যালয় অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে গেছে অফিস কক্ষের দাপ্তরিক বেশ কিছু নথিপত্র, আসবাবপত্র এবং শিক্ষাদান উপকরণ।
বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য সামছুল হক মিয়া বলেন, জানালার গ্লাস ভেঙে বিদ্যালয়ের শিক্ষকদের মিলনায়তন কক্ষে আগুন লাগানোর বিষয়টি খুবই দূঃখ জনক! এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি,এ বিষয়ে আমাকে আহবায়ক করে ৭সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এক প্রশ্নের জবাবে তিনি বলেন,নাইট গার্ডের কোন ব্যর্থতা আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুরন্জন দাশ বলেন,শ্যামাপূজা উপলক্ষে স্কুল সরকারি বন্ধ ছিল,রাত সাড়ে ৭ টার দিকে আগুন লাগার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যাই,রাতের অন্ধকারে কে বা কারা পরিকল্পিতভাবে
আগুন লাগিয়েছে,আমরা উপজেলা প্রশাসন, শিক্ষা অফিসার এবং চর জব্বর থানাকে বিষয়টি অবগত করেছি।
বিদ্যালয়ের নাইটগার্ড আরিফুর রহমান সোহেল বলেন,সন্ধা ৭টার সময় স্কুলের শিক্ষক মিলনায়তন কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে আমি শোরচিৎকার করি, পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহম্মেদ বলেন, বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন লাগানোর বিষয়ে প্রধান শিক্ষককে থানায় সাধারণ ডায়েরি করার নির্দেশ দিয়েছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন সরকার বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে মুঠোফোনে জানিয়েছেন। আমি তাকে থানায় লিখিত অভিযোগ করতে বলেছি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।